এফ এ কিউ:

কুইজ বুক পোর্টাল সম্পর্কে কিছু সচরাচর জিজ্ঞাস্যঃ-

১. কুইজ বুক পোর্টালটি কি ধরনের পোর্টাল?

উত্তরঃ এটি মূলত একটি শিক্ষণীয় পোর্টাল।

২. কুইজ বুক পোর্টালটি কেন অন্যদের থেকে আলাদা?

উত্তরঃ এ পোর্টালের সকল কন্টেন্ট/বিষয়বস্তু ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জানতে আগ্রহী মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। যেখানে সর্ব সাধারণ বিনোদনের মাধ্যমে বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং আমাদের পোর্টালটি সম্পূর্ণ বাংলা ভাষায় সাজানো হয়েছে।

৩. কারা এই পোর্টালটি উপভোগ করতে পারবেন?

উত্তরঃ আমাদের এই পোর্টালটি ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষের জন্য উম্মুক্ত। আমাদের নিজস্ব নীতিমালা মেনে যে কেউই এই পোর্টালটি উপভোগ করতে পারবেন।

৪. কিভাবে একজন গ্রাহক কুইজ বুক পোর্টাল এ সদস্য হতে পারবেন?

উত্তরঃ একজন গ্রাহক সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে কুইজ বুক পোর্টাল এ সদস্য হতে পারবেন।

৫. আপনি কিভাবে সদস্য ফর্মটি পূরণ করবেন?

উত্তরঃ সদস্য ফর্মটি পূরণ করার জন্য কুইজ বুক পোর্টালে রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করে আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার, জেলা, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড সহ প্রয়োজনীয় তথ্যগুলি দেয়ার মাধ্যমে আপনি সফলভাবে সদস্য ফর্মটি পূরণ করে ফেলতে পারবেন।

৬. কুইজ বুক পোর্টাল এ কোন কোন বিষয়বস্তুর গুরুত্ব আরোপ করা হয়েছে?

উত্তরঃ যেহেতু আমাদের এই পোর্টালটি ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জানতে আগ্রহী মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে, তাই সার্বজনীন বিষয়বস্তুর উপরই আমরা গুরুত্ব আরোপ করেছি।

৭. কুইজ বুক পোর্টাল এ কি কি ধরণের প্রশ্ন-উত্তর আছে?

উত্তরঃ কুইজ বুক পোর্টাল এ টেক্সট, ছবি, অডিও, ভিডিও সম্পর্কিত প্রশ্ন-উত্তর আছে।

৮. কুইজ বুক পোর্টাল এ কোন কয়েন সুবিধা রাখা হয়েছে কিনা?

উত্তরঃ কুইজ বুক পোর্টাল এর একজন ব্যবহারকারী/গ্রাহক বিভিন্নভাবে কয়েন পেতে পারেন (যেমন- সফলভাবে কুইজ বুক পোর্টাল এ রেজিস্ট্রেশন করার মাধ্যমে, সফলভাবে কুইজ/লেসন খেলার মাধ্যমে, আপনার প্রাপ্ত সার্টিফিকেট সমাজ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) তে শেয়ার করার মাধ্যমে, আপনার বন্ধুদের বুক পোর্টাল এ রেফার করার মাধ্যমে ইত্যাদি)।