নীতিমালা

কুইজ বুক নামক কুইজ পোর্টালটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা নিজস্ব নীতিমালা রয়েছে। আপনার রেজিস্ট্রেশন, কুইজে অংশগ্রহন, সার্টিফিকেট প্রদান, মন্তব্য/পরামর্শ প্রদান সহ যেকোন কার্যক্রমের ক্ষেত্রে আমাদের প্রণয়নকৃত ‘নীতিমালা’ টি প্রযোজ্য হবে।

রেজিস্ট্রেশন বিষয়ক নীতি

১. কুইজ বুক পোর্টালে সদস্য হিসাবে যোগদান ও কুইজে অংশগ্রহনের সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

২. কুইজ বুক পোর্টালে রেজিস্ট্রেশন এর জন্য আপনার নামের প্রথম অংশ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার, জেলা, ইমেইল, ইউজার নেম ও পাসওয়ার্ড সম্পর্কিত তথ্যগুলি দেয়া আবশ্যক।

৩. রেজিস্ট্রেশনের সময় ইউজার নেম ও পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। বিশেষকরে আপনার নির্বাচনকৃত পাসওয়ার্ডটি যাতে দুর্বল না হয় সেদিকে সচেষ্ট থাকুন। তবে কুইজ বুক এ ইতোমধ্যে রেজিস্টার্ড কোন সদস্য চাইলে তার ইউজার নেম ও পাসওয়ার্ড আপনার প্রোফাইল এ গিয়ে পরিবর্তন করতে পারবেন।

৪. কুইজ বুক পোর্টালে সফলভাবে রেজিস্টার্ড একজন সদস্যের ক্ষেত্রে, সার্ভিস সংক্রান্ত সকল ইমেইল পেতে আগ্রহী বলে ধরে নেয়া হবে।

৫. কুইজ বুক পোর্টালে সফলভাবে রেজিস্টার্ড একজন সদস্য নির্দিষ্ট পরিমাণ কয়েন পাবেন।

কুইজে অংশগ্রহন নীতি

আমাদের পোর্টালের নিয়ম মেনে আপনি যেকোন কুইজে অংশগ্রহণ করতে পারবেন। তবে কোন প্রকার অসদুপায় সাধনের উদ্দেশ্য নিয়ে কেউ যদি এই পোর্টালটি ব্যবহার করেন এবং এমন কোন উদ্দেশ্য সাধনের চেষ্টার নমুনা পাওয়া যায়, তবে তৎক্ষণাৎ ঐ সদস্যের রেজিস্ট্রেশন বাতিল করা হবে ও তার জন্য এ পোর্টালটি ব্যবহার করার সুযোগ বন্ধ করে দেয়া হবে।

সার্টিফিকেট প্রদান বিষয়ক নীতি

কুইজ বুক পোর্টালে প্রতিটি বিভাগ (ক্যাটাগরি) সমূহের অধীনে কয়েকটি সহ-বিভাগ (সাব-ক্যাটাগরি) রয়েছে এবং তার অধীনে রয়েছে কুইজ/লেসন। কেউ যদি কোন সহ-বিভাগ (সাব-ক্যাটাগরি) এর অধীনস্থ সকল কুইজ/লেসন সফলভাবে শেষ করতে সক্ষম হয় তবে কুইজ বুক এর পক্ষ থেকে অংশগ্রহনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। অংশগ্রহনকারী চাইলে প্রদানকৃত এই সার্টিফিকেটটি যেকোনো সমাজ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) তে শেয়ার করতে পারবেন।

মতামত প্রকাশ বিষয়ক নীতি

প্রতিটি লেসন এর অধীনেই রয়েছে বেশ কয়েকটি লেভেল। প্রতিটি লেভেল শেষ করার পর আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারবেন (যেমন- লেভেলটি খেলে আপনি কতটুকু উপভোগ করেছেন, আরও কি কি ধরণের বিষয় নিয়ে আপনি খেলতে আগ্রহী ইত্যাদি)। তবে আপনার প্রদানকৃত মতামতটি শুধুমাত্র কুইজ বুক পোর্টালের কর্তৃপক্ষই দেখতে পারবে।

কপিরাইট বিষয়ক নীতি

কুইজ বুক পোর্টালের সকল ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, কুইজ/লেসন এ যত প্রকার প্রশ্ন ও প্রশ্নের ধরণ (টেক্সট, ছবি, অডিও, ভিডিও) রয়েছে, সকল প্রকার কন্টেন্ট এর কপিরাইট (Copyright) সংরক্ষণ করে Impel Service & Solutions Limited। তাই এ পোর্টালে ব্যবহৃত যেকোন কন্টেন্ট পুনরায় ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কুইজ বুক কর্তৃপক্ষ চাইলে পূর্ব কোন নোটিশ ছাড়াই এ পোর্টালে ব্যবহৃত যেকোন কন্টেন্ট/বিষয়বস্তু পরিবর্তন করার অধিকার রাখে।


গোপনীয়তা বিষয়ক নীতি

কুইজ বুক পোর্টালে রেজিস্ট্রেশনের সময় আমরা আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকি। এ তথ্য গুলি সংগ্রহ করার প্রধান কারণ হল পোর্টালের ক্রমাগত উন্নয়ন সাধন। সে বিষয়ে স্বচ্ছ একটা ধারণা দেবার উদ্দেশেই নিম্নলিখিত গোপনীয়তা নীতিটি তৈরি করা হয়েছে। তবে ভবিষ্যতে এ নীতিতে যেকোন রকম পরিবর্তন আনা হলে সকল সদস্যকে অবগত করা হবে।
আপনাদের প্রদানকৃত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সরাসরি সংগৃহীত তথ্যঃ

কুইজ বুক এ রেজিস্ট্রেশনের সময় আমরা আপনার নামের প্রথম ও শেষ অংশ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার, জেলা, ইমেইল ঠিকানা, ইউজার নেম ও পাসওয়ার্ড সম্পর্কিত তথ্যগুলি নিয়ে থাকি। কুইজ বুক পোর্টালটি সফলভাবে পরিচালনা ও এর ক্রমাগত উন্নয়নের স্বার্থেই আপনাদের প্রদানকৃত এ তথ্যগুলো ব্যবহার করে থাকি। তবে আপনি চাইলে রেজিস্ট্রেশনের সময় দেয়া তথ্যগুলি পরে “আমার প্রোফাইল” এ গিয়ে পরিবর্তন করতে পারবেন। আপনার পরিবর্তনকৃত সকল তথ্যও আমরা সংরক্ষণ করে থাকি।

তৃতীয় মাধ্যম (Third Parties) থেকে সংগৃহীত তথ্যঃ

যেহেতু আমাদের কুইজ বুক পোর্টালটি ফেসবুক এর সাথে যুক্ত রয়েছে, তাই আমরা আপনার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য এই সকল সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারি। উদাহরণস্বরূপ, আপনি যদি ফেসবুক থেকে কুইজ বুক এর “Like/Share/Comment” অপশন গুলি ব্যবহার করে থাকেন, তাহলে উল্লেখিত সমাজ মাধ্যম থেকে আপনার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আমরা সংগ্রহ ও সংরক্ষন করতে পারি।

আপনাদের প্রদানকৃত তথ্যের ব্যবহার সমূহঃ

  • আপনাদের কাছ থেকে সংগৃহীত তথ্যগুলি আমরা সংরক্ষন করি যাতে করে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি (উদাঃ কুইজ বুক পোর্টালে কোন রকম আপডেট/পরিবর্তন আনলে আমরা যাতে আপনাকে ইমেইল পাঠিয়ে জানাতে পারি)।
  • আপনি যদি অনেক দিন বিরতির পর আবার আমাদের পোর্টালে ফিরে আসেন সেক্ষেত্রে আপনার তথ্যগুলো যাতে পুনরায় দিতে না হয়।
  • আমাদের পোর্টালটির কর্মক্ষমতা ধারাবাহিক রাখার জন্য।
  • আমাদের পোর্টালটির ব্যবহারকারী/মেম্বার এর সংখ্যা সম্পর্কে জানার জন্য।
  • আপনাদের কাছ থেকে পোর্টালটির কন্টেন্ট ও ব্যবহার সম্পর্কিত পরামর্শ পাবার জন্য।
  • পোর্টালে কোন রকম আপডেট করার পর সমস্যা ছাড়াই আপনার ব্রাউজার বা ডিভাইসের মাধ্যমে সহজে ব্যবহার করা সম্ভব হয়।

আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।